2024-04-26 12:11:22 am

জামায়াত নেতাদের নিয়ে গঠিত দল ‘সন্দেহের ঊর্ধ্বে নয়’

www.focusbd24.com

জামায়াত নেতাদের নিয়ে গঠিত দল ‘সন্দেহের ঊর্ধ্বে নয়’

০৪ মে ২০২০, ০৮:৫১ মিঃ

জামায়াত নেতাদের নিয়ে গঠিত দল ‘সন্দেহের ঊর্ধ্বে নয়’

করোনা মহামারির মধ্যেও জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতি বিরোধী একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে নতুন একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। এমনটি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরাম।


রোববার (০৩ মে) গণমাধ্যমে পাঠানো সেক্টর কমান্ডরস্ ফোরাম- মুক্তিযোদ্ধা’৭১ এর প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম জেমস্ স্বক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে ভয়াবহ করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ সময়ে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি কখনোই একটি সুস্থ ও স্বাভাবিক আচরণ বলে ভাবার সুযোগ নেই।’


বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সচিব সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং দল থেকে বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জুকে সদস্য সচিব করে গত ২ মে ‘আমার বাংলাদেশ পার্টি’ নামের একটি নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ‘অকার্যকর রাষ্ট্রের পুনর্গঠন’-এর উদ্দেশ্যে ‘নতুন রাজনীতির’ প্রয়োজনে দলটির আত্মপ্রকাশ ঘটানো হয়েছে।


ফোরাম মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেকোনো দল ও মতের মানুষ নির্বিঘ্নে তাদের রাজনীতি চর্চার অধিকার রাখেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর মতো মুক্তিযুদ্ধ ও সমাজ-প্রগতিবিরুদ্ধ একটি দলের সাবেক নেতাকর্মীদের হাতে ভয়াবহ মহামারির সময়ে একটি দলের আত্মপ্রকাশ কখনোই সন্দেহের ঊর্ধ্বে যেতে পারে না। বিশেষত এই দলের প্রকাশ্য নেতাদের অনেকেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়ায় শীর্ষ আভিযুক্তদের পক্ষে আইনি সহায়তার কাজে যুক্ত ছিলেন।


ফোরামের নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর সাবেক এই নেতৃবৃন্দ সত্যিকারের বোধোদয় থেকে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নাকি কৌশলগত কারণে নতুন মোড়কে রাজনীতির মঞ্চে প্রবেশ করতে চাইছে, সে ব্যাপারে সকল সচেতন মহলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।


বিবৃতিতে স্বাক্ষর করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, মহাসচিব হারুন হাবীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রসঙ্গত, জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা এবং দলটির বহিষ্কৃতদের সমন্বয়ে শনিবার (২ মে) ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’- এবি পার্টি নামের সংগঠনটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :