, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পৃথিবীর আকুতি

  সাহিত্য ডেস্ক

  প্রকাশ : 

পৃথিবীর আকুতি

সুমাইয়া সুমু


পৃথিবী বলছে,

আমার না ভীষণ অসুখ করেছে!

তোমাদের কি সে খেয়াল আছে?

আছে তো বটেই,

তবে কেমন খেয়াল রাখো,

যে খেয়ালে আরোগ্য আসে নাকো।

এমন খেয়াল রেখো নাকো,

যে খেয়ালে আমি কভু সুস্থ হবো নাকো।

আমার বড় কষ্ট হয় জানো তো,

যখন তোমরা আমায় ভীষণ বেখেয়ালে ফেলে রাখো।

শুনেছি, তোমরা নাকি আমার সাথে মায়ায় জড়িয়ে থাকো।

এ কেমন মায়া, যে মায়ার টানে সচেতনতা আসে নাকো।

লক্ষ্য কোটি মানুষ তোমরা,

আমি একা এক পৃথিবী।

তোমাদের সহায়তা ছাড়া কী করে বলো একা লড়াই করি?

জানো তো, আমি আজ পুরোপুরি বিষাক্ততায় জর্জরিত

ভীষণ কষ্ট! ভীষণ কষ্ট!

কোনো প্রতিষেধক জানা নেই তো?

যদি বলি, তোমরাই আমার প্রতিষেধক রূপে আছো।

দোহাই তোমাদের, ক’টা দিন সব কাজের বাঁধন ছিঁড়ে

নিজ নিজ ঘরেই একটু থাকো।

আমি সুস্থ হলে না হয় আবার নিজ নিজ কাজেই মেতে উঠো।

  • সর্বশেষ - সাহিত্য