2024-04-20 11:08:08 am

করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিচ্ছেন ট্রাম্প

www.focusbd24.com

করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিচ্ছেন ট্রাম্প

০৬ মে ২০২০, ১০:২১ মিঃ

করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে গঠিত হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শণে এসে ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনছি।


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙ্গে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।


যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। এছাড়া প্রতিদিন এক হাজারের বেশি মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, যদি যুক্তরাষ্ট্রে সবকিছু খুলে দেয়া হয় তাহলে আবার বাড়বে করোনার প্রকোপ।


যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাস মারা গেছেন ৭০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :