2024-04-26 08:40:14 pm

পায়ে আংটি পরার আগে বিষয়গুলো জেনে নিন

www.focusbd24.com

পায়ে আংটি পরার আগে বিষয়গুলো জেনে নিন

০৬ মে ২০২০, ১৭:৪৫ মিঃ

পায়ে আংটি পরার আগে বিষয়গুলো জেনে নিন

পায়ের আঙুলে অনেকেই আংটি পরেন। তার কিছু নিয়মও আছে। যা অবশ্যই মেনে চলা দরকার। অনেকে মনে করেন, এর মাধ্যমে নানা অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া নানা রোগ-ব্যধি থেকে মুক্ত থাকা যায়। তবে কেউ কেউ শুধু সাজগোজের জন্য ব্যবহার করেন।

তবে সঠিক নিয়মে এ আংটি পরতে হয়। তা না হলে জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা হতে পারে। তাই আংটি পরার আগে জেনে নিন কোন কোন বিষয় অবশ্যই মানতে হবে—

ring-in.jpg

১. কোনোভাবেই পায়ের আংটি সোনার হতে পারবে না। এটি অবশ্যই রুপার হতে হবে।

২. দুই পায়ে অবশ্যই একই ডিজাইনের আংটি পরতে হবে। দুই পায়ে দু’রকমের আংটি পরা যাবে না।

৩. পা এবং আংটি- দুটোই যেন সব সময় পরিষ্কার থাকে। কোনোভাবে নোংরা পায়ে আংটি পরা যাবে না।

৪. নিজের পায়ের আংটি অন্যকে দিতে নেই। এতে সৌভাগ্য অন্যের কাছে চলে যায় বলে ধারণা করা হয়।

৫. সাধারণত মধ্যমায় আংটি পরতে হয়। তবে অবিবাহিত নারীদের পায়ের আঙুলে আংটি পরতে নেই।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :