, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যুতে ইউজিসির শোক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যুতে ইউজিসির শোক

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


বৃহস্পতিবার (৭ মে) এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, অধ্যাপক নাজমুল করিম একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও মানবিক গুণাবলীসম্পন্ন গুণী ব্যক্তি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।


ইউজিসি চেয়ারম্যান তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্য বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন