2024-04-20 06:59:17 pm

দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিলেন মেয়র আতিক

www.focusbd24.com

দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিলেন মেয়র আতিক

১৩ মে ২০২০, ১৫:১৪ মিঃ

দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিলেন মেয়র আতিক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। বুধবার ডিএনসিসির নগর ভবনে সীমিত পরিসরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।


এ সময় অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারির ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তারা দুইজনই এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। এরপর ২৭ ফেব্রুয়ারি তারা মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।


উল্লেখ্য, ঢাকাকে উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনে বিভক্ত করার পর ডিএনসিরির প্রথম মেয়র নির্বাচিত হন আনিসুল হক। তবে দায়িত্বে থাকা অবস্থায় ২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যু হয়। এরপর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি।


এদিকে ঢাকা দক্ষিণে মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে। ফলে ১৭ মে দায়িত্ব নেবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :