2024-04-26 02:40:11 am

ইউরোপের চিন্তা বাড়াচ্ছে রাশিয়া, বিশ্বে মৃত্যু তিন লাখ অতিক্রম

www.focusbd24.com

ইউরোপের চিন্তা বাড়াচ্ছে রাশিয়া, বিশ্বে মৃত্যু তিন লাখ অতিক্রম

১৫ মে ২০২০, ১০:৪৯ মিঃ

ইউরোপের চিন্তা বাড়াচ্ছে রাশিয়া, বিশ্বে মৃত্যু তিন লাখ অতিক্রম

জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। ছবি: সংগৃহীত

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে সংক্রমণের তালিকায় ঝড়ের গতিতে ওপরের দিকে এগোচ্ছে রাশিয়া। ২৪ ঘন্টায় দেশটিতে সংক্রমণ প্রায় ১০ হাজার বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।


এর আগে একটানা আট দিন ধরে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। রাশিয়ায় সংক্রমণের এই বৃদ্ধি ইউরোপের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও জার্মানিকে পেছনে ফেলে সংক্রমণের নিরিখে বিশ্বে এই মুহূর্তে তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া।


এদিকে মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। আর জাপান জরুরি অবস্থা তুলে নেবে বলে জানিয়েছে। বিশ্ব জুড়ে ৩ লাখ ১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে এবং আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। খবর আলজাজিরা ও বিবিসির


চিন্তা বাড়াছে রাশিয়া


রাশিয়ার সংক্রমণের হার বাড়া নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পরীক্ষা বেশি হওয়ার কারণেই এই চিত্র দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই কথা বলেছেন। প্রতিদিনই দেশে করোনা ভাইরাসের পরীক্ষার হার বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন।


রাশিয়ায় ইতিমধ্যেই ৬২ লাখ মানুষকে করোনা সংক্রমণের পরীক্ষা করানো হয়েছে বলে ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে। তবে সংক্রমিতের সংখ্যা উদ্বেগ বাড়ালেও আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পুতিনের দেশে করোনার কারণে মৃতের সংখ্যায় তুলনামূলক ভাবে অনেক কম। সেদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন।


ইউরোপের অন্যান্য দেশে আক্রান্ত ও মৃত্যু আগের চেয়েও কমলেও রাশিয়ায় বাড়ায় নতুন করে চিন্তা শুরু হয়েছে। কারণ রাশিয়ায় এই পরিস্থিতি থাকলে ইউরোপ তা থেকে রক্ষা পাবে না বলে মনে করছেন ইইউর স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার আক্রান্ত হওয়ার করুণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেছেন এ সময় তার ডাবল নিউমোনিয়া হয়েছিল। তিনি এবং তার স্ত্রী দু’জনেই হাসপাতালে চিকিত্সাধীন। পেসকভ করোনা ভাইরাসকে চরম রক্তচোষা বলে বর্ণনা করেন এবং বলেন যে দেহের রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় ফুসফুস খুবই দুর্বল হয়ে পড়ে।


মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করল জাতিসংঘ


করোনা ভাইরাসের কারণে বিশ্বের একটা বড়ো জনসংখ্যা বাড়িতে বা অনেকটা অনিচ্ছায় বন্দি জীবন কাটাচ্ছে। এতে করে মানসিক চাপ বাড়ছে।


জাতিসংঘ বলছে, মানসিক স্বাস্থ্য এমন একটা খাত যেখানে বিনিয়োগ কম কিন্তু এটা একটা জায়গা যেটার খেয়াল রাখা প্রয়োজন। মহামারি মোকাবিলার যেসব পরিকল্পনা তার মধ্যে মানসিক স্বাস্থ্যও যোগ করার কথা পৃথকভাবে বলছে জাতিসংঘ।


ভারতসহ অন্যান্য দেশের অবস্থা


ভারতে এক দিনে ২৪ ঘণ্টায় তিন হাজার ৭২২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। করোনার হানায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৪৯ জনে।


জাপানের ৪৭টির মধ্যে ৩৯টি এলাকাতেই তুলে নেওয়া হবে জরুরি অবস্থা। তবে টোকিও, হোক্কাইডো এবং ওসাকায় থাকবে কড়াকড়ি। ৬ মে পর্যন্ত জাপানে প্রাথমিকভাবে জরুরি অবস্থা জারি ছিল এর পর সেটা ৩১ মে পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে। স্কুল, ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ আছে। জাপানে ১৬ হাজার করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :