2024-04-27 05:00:33 am

ইমরুল-কোহলির ‘বিরাট’ বন্ধুতা

www.focusbd24.com

ইমরুল-কোহলির ‘বিরাট’ বন্ধুতা

১৫ মে ২০২০, ১০:৫৬ মিঃ

ইমরুল-কোহলির ‘বিরাট’ বন্ধুতা

[ছবি: সংগৃহীত]

গত বছরের শেষদিকে ভারত সফরে দুই টেস্টেই হেরেছিল বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস লিখেছিলেন, ‘১৩ বছরের বন্ধুত্ব, জীবন্ত কিংবদন্তি কোহলি।’

সময়ের সেরা ব্যাটসম্যান কোহলির সঙ্গে ইমরুলের বন্ধুত্বের যাত্রা ২০০৭ সালে। তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিবির একটি চুক্তি ছিল। যার অধীনে প্রতিবছর দুজন প্রতিভাবান ক্রিকেটারকে এক মাসের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সে ক্যাম্পের জন্য পাঠাত। একই ক্যাম্পে ভারত থেকে এসেছিলেন কোহলিসহ ভারতীয় কয়েকজন ক্রিকেটার। সেখানেই ইমরুল-কোহলির বন্ধুতা শুরু।

গত বুধবার রাতে ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়কের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে বাংলাদেশের এই বাঁ-হাতি ওপেনার বলেছেন, ‘২০০৭ সালে বিসিবি থেকে আমাকে ও দেলোয়ারকে একটা স্কলারশিপে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাঠানো হয়েছিল। ওরা চার-পাঁচজন গিয়েছিল। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েই ওরা ওখানে যায়। ঐখানে প্রায় এক মাস আমরা এক সঙ্গে অনুশীলন করতাম।’

অনুশীলনে অস্ট্রেলিয়ানরা বিমাতাসুলভ আচরণ করত ইমরুল-কোহলিদের সঙ্গে। ইমরুল বলেন, ‘অস্ট্রেলিয়ানরা আমাদের এশিয়ানদের একটু অন্য চোখে দেখে। ঐখানে প্র্যাকটিস করলে ওরা আমাদের ঠিক মতো ব্যাটিং দিত না। মেশিনে যখন ব্যাটিং করতাম আমাকে আর ওকে পার্টনার দিয়ে দিত ওখানকার কোচ। তখন ও বলত, আমরা এখানে এত দূর থেকে এসেছি ওদের বোলারদের খেলতে। মেশিন খেলতে আসিনি। আমাদের দেশে বহু মেশিন আছে। এরকম ভাবে আমাদের আলোচনা হতো।’

ঐ ক্যাম্পের পর মাঠে প্রথম সাক্ষাতেই ইমরুলকে অবাক করে দিয়ে স্লেজিং করেন কোহলি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, ‘জাতীয় দলে ঢোকার পর ২০১১ সালে প্রথম বার ওর বিপক্ষে খেলতে নামি। আমাকে অনবরত স্লেজিং করেই যাচ্ছিল কোহলি। আমি অবাক হচ্ছিলাম। একটা মাস এক সঙ্গে থাকার পর ও কেন আমার সঙ্গে এমনটা করছে? আমি নিজে কোনো উত্তর দেইনি। বিষয়টা তামিমকে বললাম। তখন তামিম আবার ওকে একটা পালটা স্লেজিং করে। তামিম তো এগুলো ভালো পারে, মাঠে বেশ আগ্রাসী থাকে। এরপর আর আমাকে স্লেজিং করেনি কোহলি। ফতুল্লাতে যখন খেলা হয়, প্রায় সবাইকে সে স্লেজিং করেছে। আমাকে একটা কথাও বলেনি। এবার আমরা যখন ভারতে টেস্ট সিরিজ খেলতে গেলাম, কমবেশি সবাইকে গালিগালাজ করেছে। আমাকে একটা কথাও বলেনি


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :