2024-03-29 04:27:11 pm

ল্যাবে পড়ে আছে শেরপুরের ৫০৭ করোনা নমুনা

www.focusbd24.com

ল্যাবে পড়ে আছে শেরপুরের ৫০৭ করোনা নমুনা

১৫ মে ২০২০, ১৪:০২ মিঃ

ল্যাবে পড়ে আছে শেরপুরের ৫০৭ করোনা নমুনা

দেশজুড়ে করোনা নমুনা পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হলেও শেরপুরের ক্ষেত্রে তা হচ্ছে না।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের পিসিআর ল্যাবে শেরপুরের করোনার নমুনা পরীক্ষা গত দুদিন ধরে বন্ধ রয়েছে। এতে নমুনাদানকারী সবাই অস্বস্তিতে রয়েছেন।


সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহের ব্যবধানে প্রক্রিয়াধীন পড়ে আছে ৫০৭টি নমুনা।


পরীক্ষার গতি মন্থর স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, ল্যাবে সামর্থ্যের বাইরে অধিক সংখ্যক নমুনা জমা পড়ায় এমনটি ঘটছে। এছাড়া বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহকে অধিক গুরুত্ব দেয়ার ফলে নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হয়েছে।


তিনি তথ্য দেন, গত মঙ্গলবার থেকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সেখানে পুরোপুরি কাজ শুরু হলে এ জট কমবে।


এ ছাড়া ময়মনসিংহে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।


প্রসঙ্গত শেরপুর জেলায় এ পর্যন্ত এক হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এতে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৪১ জনের। আক্রান্তদের মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ইতিমধ্যে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :