2024-04-24 10:22:48 pm

ভৈরবে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

www.focusbd24.com

ভৈরবে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

১৬ মে ২০২০, ১৫:০৩ মিঃ

ভৈরবে একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পরিবারের প্রধান ভৈরব বাজারের ধান-চালের ব্যবসায়ী। তিনি শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাড়া তার স্ত্রী, চার সন্তান ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

ভৈরব উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, ওই ব্যবসায়ীর বেশ কয়েক দিন ধরে জ্বর-সর্দি থাকায় তিনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ব্যবসায়ীসহ তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের সাতজনেরই করোনাভাইরাস পজিটিভ আসে। রিপোর্ট আসার পর তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, আক্রান্ত ব্যবসায়ীর বাড়ি এবং তাদের গৃহকর্মীর বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, তাদের করোনা পজেটিভ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :