, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ময়মনসিংহে এসএসসি-২০০৫ ব্যাচের বন্ধুদের খাদ্যসামগ্রী বিতরণ

ময়মনসিংহে এসএসসি-২০০৫ ব্যাচের বন্ধুদের খাদ্যসামগ্রী বিতরণ
উপহারের প্যাকেট 

 
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশে সাধারণ ছুটির কারণে ময়মনসিংহে ঘরবন্দী হয়ে পড়া কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এসএসসি ২০০৫ এর ব্যাচের সহপাঠীরা।  "বন্ধুত্বের টানে, মানবতার সেবায়" মূলমন্ত্রকে সামনে রেখে শহরের নিম্ন আয়ের ১৫০টি পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বর্তমানে আইনজীবী ওই ব্যাচের এক ছাত্র বলেন, ময়মনসিংহের বিভিন্ন স্কুল থেকে আমরা যারা ২০০৫ সালে এসএসসি পাস করেছি তাদের সকলের ব্যক্তিগত তহবিল থেকে সংগ্রহকৃত অর্থে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বন্ধুরা সবাই মিলে চেষ্টা করেছি কয়েকজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। 

তিনি বলেন, আমাদের দেওয়া উপহারের প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ডাল ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট, মুড়ি ১ প্যাকেট, চিনি, ১ কেজি ও নুডুলস ১ প্যাকেট।