2024-04-20 01:38:16 pm

ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায় : তামিম

www.focusbd24.com

ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায় : তামিম

২২ মে ২০২০, ১১:২৮ মিঃ

ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায় : তামিম

গত ২ মে (শনিবার) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডার আয়োজন করে আসছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল। যেখানে তার অতিথি বাংলাদেশের ক্রিকেটারদের বাইরেও ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো বিশ্বতারকারা।


মাত্র তিন সপ্তাহেই সঞ্চালক হিসেবে দারুণ প্রশংসিত হয়েছেন তামিম। এবার এমন লাইভ আড্ডার আয়োজনে অতিথি হতে কেমন লাগে- তামিমকে সেই অনুভূতিটাই দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা।


বৃহস্পতিবার রমিজের সঙ্গে এক ইউটিউব লাইভে ছিলেন তামিম। সেখানে প্রায় আধঘণ্টার মতো আড্ডা দিয়েছেন দুজন মিলে। উঠে এসেছে নানান প্রসঙ্গ। শুরুর দিকেই তামিমের কাছে রমিজের প্রশ্ন, প্রতিপক্ষ হিসেবে কোন দেশকে ভালো লাগে কিংবা কোন দেশের বিপক্ষে খেলতে ভালো লাগে?


উপমহাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম বেছে নিয়েছেন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে। তার মতে, ক্রিকেটপ্রেমী এ দুই দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এদের বিপক্ষে ভালো করতে পারলে রাতারাতি অনেক সুনাম পাওয়া যায়।


নিজের উত্তরে তামিম বলেন, ‘দেখুন রমিজ ভাই, ভারত-পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই ভালো অনুভূতি। আপনি ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা বনে যাবেন। আমি একই জিনিস পাকিস্তানের ক্ষেত্রেও মনে করি। কারণ পাকিস্তানেও ক্রিকেটের প্রতি উন্মাদনা অনেক বেশি।’


‘আপনি যদি পাকিস্তানের বিপক্ষে ভাল করেন, তাহলে আপনি সে দেশ থেকে অনেক ভালোবাসাও পাবেন। আমি পাকিস্তানের মানুষ কি না, এটা তখন আর মূখ্য নয়। আমার এখনও মনে আছে, পেশোয়ারের (পিএসএলের দল পেশোয়ার জালমি) হয়ে খেলেছিলাম আমি। এখনও সেখানে আমার অনেক ভক্ত আছে। তারা সবসময় আমাকে শুভকামনা জানায়।’


তামিম আরও যোগ করেন, ‘একই কথা ভারতের জন্যও প্রযোজ্য। ভারত অনেক বড় দেশ। আপনি যখন ভারতের বিপক্ষে ভালো করেন, তখন রাতারাতিই তারকা হয়ে যাবেন। আপনি নিজেও জানেন এটা। কারণ ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, ভালোও করেছেন।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :