2024-04-19 02:19:46 am

ভালুকায় একদিনে ১৫ জন করোনায় আক্রান্ত

www.focusbd24.com

ভালুকায় একদিনে ১৫ জন করোনায় আক্রান্ত

২৯ মে ২০২০, ১৫:৪১ মিঃ

ভালুকায় একদিনে ১৫ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।আক্রান্তদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য, পোশাক কারখানার শ্রমিক পাঁচজন, একজন প্রধান শিক্ষক, একজন উপজেলা পরিষদের কর্মচারী রয়েছেন। বাকি দুজন স্থানীয় বাসিন্দা।নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে দুজন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে। ইতিমধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী, নতুন আক্রান্ত রোগীরা হলেন- বাটাজোর মনিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবন নাহার (৩৫), ভালুকা উপজেলা পরিষদের বাগান মালি নিজাম উদ্দিন (৩২), শিল্প পুলিশ জোন-৫ সদস্য হুমায়ুন কবির(৪০), গৌতম (৩৫), দ্বীপঙ্কর (৩৩), মাসুদ আলী (৪৭) ও মোবারক আলম (৩০), হাইওয়ে পুলিশের সদস্য দুলাল চন্দ্র মালাকার (৪২), ক্রাউন ওয়ার্স লিমিটেডের শ্রমিক ইমরান হোসেন (৩৩), আলী হোসেন (৩৫), সুজন মিয়া (২৫), মোরর্শেদা (৪০), হাজীর বাজার এলাকার সুলতানা সুয়েটারের শ্রমিক রেজাউল (৩৬), উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আসাদুল ইসলাম (৩৫) ও গাজীপুরের ডা. অনন্যা (৩৮)।


ইতিমধ্যে হবিরবাড়ি ইউনিয়নের দুই করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :