, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে চাল সংগ্রহে অনিয়ম, ৪ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরগঞ্জে চাল সংগ্রহে অনিয়ম, ৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারোবাড়ি খাদ্য গুদামে চাল সংগ্রহের অনিয়মের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শনিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম কামরুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় এ মামলা করেন।


মামলার সূত্রে জানা যায়,চাল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ আলীর যোগসাজসে সরকারি ১০ টাকা কেজির ৩ হাজার ৯শ ৫০ কেজি চাল আঠারবাড়ি ১ নম্বর সরকারি খাদ্যগুদামে মজুদ করে।এমন অনিয়মের কারণে ২৬মে ইউএনও জাকির হোসেন খাদ্যগুদামটি সিলগালা করেন।


বুধবার খাদ্য বিভাগের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শ কালে ওই গুদামে অনিয়মের ঘটনা ধরা পরায়,গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭জনকে প্রত্যাহার করেন। অনিয়মের বিষয়টি তদন্ত করার জন্য জেলা খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।


তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম কামরুজ্জামান বাদী হয়ে আঠারবাড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ আলী,মতিউর রহমান মতি,মিলন মিয়া ও ফরিদা রাইস মিলের মালিক আবু বক্কর সিদ্দিককে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল