, ১০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ইসলামপুর থেকে অপহৃত দুই শিশুকে মেলান্দহে উদ্ধার

ইসলামপুর থেকে অপহৃত দুই শিশুকে মেলান্দহে উদ্ধার

মেলান্দহে উদ্ধার হওয়া দুই শিশু। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটির বাড়ি জেলার ইসলামপুর উপজেলায়। এদের মধ্যে একজন হাড়গিলা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আ. রহিম (১২)। অপরজন তারতাপাড়ার বিপ্লবের ছেলে রাকিবুল ইসলাম (১০)।


শিশু দুটিকে গ্রহণকারী ইসলামপুর থানার এসআই মাহমুদুল হক বলেন, সার্কাস দেখানোর কথা বলে শিশুদের ভাগিয়ে নেয় মেলান্দহের জয়নাল আবেদিন নামে এক রিকশাচালক। পরে তাদের শিহাটা গ্রামে রাখা হয়। শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে আসেন।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার দুপুরের পর মেলান্দহ উপজেলার জালালপুর গ্রামের হুরমুজ আলী হুরুর ছেলে রিকশাচালক জয়নাল আবেদিন (৩৮) ওই শিশুদ্বয়কে হাড়গিলা-তারতাপাড়া এলাকা থেকে নিয়ে যায়। শিশুদের জয়নালের শ্বশুরবাড়ি মেলান্দহের শিহাটা গ্রামের হইবর খানের বাড়ি রাখা হয়। রাতের অন্ধকারে শিশুদের ঢাকার উদ্দেশ্যে রাজিব বাসে তুলে দেয়াকালে মেলান্দহ থানা পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল নামে একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।


এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসলামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। জয়নালকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে

  • সর্বশেষ - মহানগর