, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাইতে গিয়ে ঘুষিতে কৃষকের মৃত্যু

পাওনা টাকা চাইতে গিয়ে ঘুষিতে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে এক কৃষকের কিল-ঘুষিতে আমজাদ আলী (৫৮) নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে এ ঘটনা ঘটে।


নিহত আমজাদ আলী একই উপজেলার ছালুয়াতলা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। সোমবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনবছর আগে বোরো মৌসুমে কৃষক আমজাদ ট্রাক্টর দিয়ে পার্শ্ববর্তী খরখরিয়াকান্দা গ্রামের কৃষক আবদুল্লাহ-আল মামুন রুবেলের (৩৬) জমিতে হালচাষ করে দেন। এসময় পাঁচ হাজার টাকা বকেয়া রাখেন রুবেল। তিনবছর পার হলেও আমজাদকে সেই টাকা দিতে তালবাহানা করছিলেন তিনি ।


নিহতের পরিবার জানায়, রোববার রাতে ভোটঘর বাজারে রুবেলকে পেয়ে পাওনা টাকা দাবি করেন আমজাদ আলী। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল আমজাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে আমজাদ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ - মহানগর