, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপ না হলে তো আইপিএল হতেই পারে’

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

‘বিশ্বকাপ না হলে তো আইপিএল হতেই পারে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি আইপিএল- এ নিয়েই যেন এখন দু’ভাগ হয়ে গেছে পুরো ক্রিকেটবিশ্ব। কেউ চান বিশ্বকাপ নয়, আইপিএলই হোক। আবার কেউ বলছেন, আইপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট। এর জন্য কোনোভাবেই বিশ্বকাপকে বিসর্জন দেয়া যায় না।


তবে ক্যারিবীয় কিংবদন্তি এবং বর্তমানে ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং বলছেন, বিশ্বকাপ যদি মাঠেই না গড়ায়, তাহলে তো ওই সময়টায় আইপিএল আয়োজন করাই যায়। শুধু তাই নয়, ওই সময়টায় আইপিএল আয়োজন করার পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ড রাখে বলেও মন্তব্য করেছেন তিনি।


চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের; কিন্তু, করোনাভাইরাসের কারণে এই বিশ্বকাপ আয়োজনই এখন পড়ে গেছে চরম অনিশ্চয়তায়। যদিও এখনও পর্যন্ত আইসিসি এ ব্যপারে কিছুই বলেনি।


তবে সাবেক অসি অধিনায়ক অ্যালান বোর্ডারসহ অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করছে আইসিসি। যে কারণে, তারা বিশ্বকাপ পিছিয়ে দিয়ে ওই সময়টাতে আইপিএল আয়োজনের সুযোগ করে দিতে চাইছে।


তবে মাইকেল হোল্ডিং বলেছেন, ‘মনে হয় না যে, আইসিসি ইচ্ছাকৃতভাবে আইপিএল আয়োজনের কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের আইনেই তো রয়েছে, একটা নির্দিষ্ট তারিখের আগে সে দেশে বিদেশিদের প্রবেশের ব্যাপারে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, তবে আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার রয়েছে বিসিসিআইয়ের। অন্যের প্রতিযোগিতায় অনধিকার প্রবেশ করলে না হয় সেটা নিয়ে কিছু বলা যেতো!’


প্রসঙ্গতঃ করোনাভাইরাসের কারণে এ বছর যথাসময়ে (২৯ মার্চ) শুরু করা যায়নি আইপিএল। এখন পরিকল্পনা হচ্ছে, যদি আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয়, তাহলে ওই সময়ের মধ্যে আইপিএল আয়োজন করা যায় কি না।



একটি ইনস্টাগ্রাম লাইভে ক্যারিবীয় কিংবদন্তি হোল্ডিং বিসিসিআইয়ের পক্ষ নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে বিসিসিআইর ওই ফাঁকা সময়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার সমস্ত অধিকার রয়েছে। কারণ তারা অন্য কোনো টুর্নামেন্টের মধ্যে অনধিকারপ্রবেশ করছে না।’

  • সর্বশেষ - খেলাধুলা