2024-04-25 01:17:56 am

ঈদের বিষণ্ণ বিকেলে জোভান ও তিশা

www.focusbd24.com

ঈদের বিষণ্ণ বিকেলে জোভান ও তিশা

২৬ জুন ২০২০, ১১:৫৩ মিঃ

ঈদের বিষণ্ণ বিকেলে জোভান ও তিশা

রায়হান গ্রামের ফাঁকা রাস্তায় পুরাতন একটা সাইকেল চালায় দ্রুত গতিতে। তাকে খুব উৎফুল্ল দেখা যায়। সে ধীরে ধীরে তার সাইকেল চালানোর গতি বাড়ায়। রায়হান সাইকেল চালিয়ে তানিয়াদের বাড়ির সামনে গিয়ে থেমে বাড়ির ভিতরের দিকে তাকায়। সে কিছু বুঝতে পারে না সেদিকে তাকিয়ে। একটু পরেই সে ভীষণ হতবাক হয়ে যায় বাড়ির উঠানে কিছু দেখে। কিন্তু সে কি দেখে? সেটা দেখা যায় না। রায়হান চুপচাপ কেবলই সেদিকে তাকিয়ে থাকে। তার চোখে প্রায় পানি চলে আসে।


রায়হানের বাবা আব্দুর রহমান সেদিন তার সাইকেল চালিয়ে অফিস যাওয়ার সময় গ্রামের দোকানের সামনে পড়ে গিয়ে বিব্রত হয়, দোকানে বাকী থাকায়। আব্দুর রহমান ভুমি অফিসের সামান্য টাইপিস্ট! সে দোকানদারের কাছে অপমানিত হয়ে চলে যায় চুপচাপ। তখন তার ছেলে রায়হান, গ্রামের অন্য রাস্তায় তার ভালোবাসার মানুষ তানিয়ার কাছে অপমানিত হয় বেকার হওয়ায়! এদিকে তানিয়া প্রাইমারী স্কুল শিক্ষক!


হঠাৎ একদিন রায়হান হতবাক হয়ে যায় বাবার আকস্মিক এই মৃত্যুতে। বাড়িজুড়ে কেবল বাবার ঘ্রাণ পায় সে। কিছুদিন পর রায়হান তার চাকরির পরীক্ষার ফলাফলের খোঁজ খবর নেয়। তার একটা চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়।


তখন তানিয়া জানায় তার মা সৌদি প্রবাসী এক ছেলের সাথে তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রায়হান হতবাক হয়ে যায় একথা শুনে। সে জানায় চাকরিটা হয়ে গেলে সে নিজে গিয়ে তানিয়ার মায়ের সাথে কথা বলবে। চাকরি কি হবে? বিয়ে কি হবে রায়হান-তানিয়ার?


এমন গল্পে নির্মিত হয়েছে 'যে বিকেল বিষণ্ণ' নামের নাটক। গত সপ্তাহে পুবাইলে এই নাটকের শুটিং শেষ হয়। 'যে বিকেল বিষণ্ণ' শিরোনামের নাটকটি নির্মাণ করছেন সরদার রোকন এবং রচনা করছেন আহমেদ তাওকীর। এতে অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা,মাসুম আজিজসহ অনেকেই।


নাটকের প্রসঙ্গে পরিচালক বলেন, 'নাটকটির গল্প একেবারেই ভিন্ন আর এখানে গ্রামের আবহাওয়া পাবেন দর্শকরা। জোভান এবং তিশাকে এমন গল্পে খুব একটা দেখা যায় না। আমরা সাবধানতা অবলম্বন করে এবং সাস্থ্যবিধি মেনেই কাজ করেছি।' পরিচালক জানান, আসছে কোরবানি ঈদেই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে অবমুক্ত করা হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :