, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মূল ধারায় নদ খনন করে গ্রামবাসীকে রক্ষার দাবি

মূল ধারায় নদ খনন করে গ্রামবাসীকে রক্ষার দাবি

মানববন্ধন কর্মসূচি- সংগৃহীত 

ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে মূল জায়গা দিয়ে ব্রহ্মপুত্র নদ খনন করে গ্রামবাসীর বসত ভিটা ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে হাজারো নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামে অব্যহত ভাঙনে বসত ভিটা ও ফসলি জমি হারাচ্ছে মানুষ। প্রতিদিন নিঃস্ব মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে। ব্রহ্মপুত্র নদের মূল ধারা থেকে ভাঙনের কবলে পড়ে মরিচারচর গ্রাম দিয়ে নতুন গতিপথ সৃষ্টি হয়। এতে গত কয়েক বছর ধরে মানুষের বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছে মানুষ। উদ্ভুত পরিস্থিতিতে নদ ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য নদের মূল ধারায় খননের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। 

স্থানীয় মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম চৌধুরী নোমান বলেন, নদী ভাঙতে ভাঙতে মূল ধারা রেখে নতুন পথ সৃষ্টি হয়ে মানুষের সম্বল কেড়ে নিচ্ছে। মূল ধারায় নদ খনন করে মানুষের বসত ভিটা ও ফসলি জমি রক্ষা না করলে মৃত্যু ছাড়া উপায় থাকবে না। উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, মূল ধারায় নদ খনন করলে রক্ষা পাবে গ্রামের মানুষের বসত ভিটা ও ফসলি জমি।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, মূল ধারায় নদ খননের জন্য সরেজমিন পরিদর্শন শেষে প্রস্তাব পাঠানো হয়েছে। মূল ধারায় নদ খনন হলে ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারো গ্রামবাসী।

  • সর্বশেষ - মহানগর