![]() |
২৮ জুন ২০২০, ২২:১৯ মিঃ
মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করেছেন ভারতের টিকটক তারকা সিয়া কক্কর। নয়াদিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো সিয়াও কি অবসাদে ভুগছিলেন?
পুলিশ বলছে, গত ৪-৫ দিন ধরে অবসাদে ভুগছিল এই কিশোরী। সে কারণেই হয়তো আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া গত ৫ দিন ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও সক্রিয় ছিলেন না সিয়া। সর্বশেষ ১৯ জুন একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে সিয়ার ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তার ১ লাখ ফলোয়ার।
বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে সিয়ার মৃত্যুর খবর জানান বিনোদন জগতের পরিচিত নাম ভিয়াল ভিয়ানি। যা পরে স্বীকার করেন সিয়ার ম্যানেজার অর্জুন সারিন।
বুধবার রাতেও সিয়ার সঙ্গে তার কথা হয়েছিল বলে জানিয়েছেন অর্জুন। নতুন মিউজিক ভিডিও নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল।
তবে মাঝরাতে এমন কী ঘটল যে ভোর হওয়ার অপেক্ষা সিয়া করলেন না, লাখ লাখ ভক্তের মতো তারই উত্তর খুঁজছেন অর্জুনও।
এদিকে দিল্লি পুলিশের বরাতে সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, সিয়ার মোবাইল সিজ করা হয়েছে। তবে এখনও তা আনলক করা সম্ভব হয়নি। এই বিষয়ে টিকটক তারকার পরিবারের সাহায্যও চাওয়া হয়েছে। ফোন আনলক হলে সিয়ার কল রেকর্ড পরীক্ষা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এছাড়া স্কুল বন্ধ থাকলেও কর্তৃপক্ষকে সিয়ার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে।
সম্পাদক: শাহ মোহাম্মদ রনি
এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :