, ১০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

২২ টন ভুট্টা নিয়ে তলিয়ে গেল ট্রাক

২২ টন ভুট্টা নিয়ে তলিয়ে গেল ট্রাক

তলিয়ে যাওয়া ট্রাক থেকে ভুট্টার বস্তা উদ্ধার করছে শ্রমিকরা

ঝুঁকিপূর্ণ সড়কে সাইড দিতে গিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ টন ভুট্টা বোঝাই ট্রাক নদীতে তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ২টায় দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বাজার সংলগ্ন বটতলা সড়কে।


জানা গেছে, বিগত ভয়াবহ বন্যায় দেওয়ানগঞ্জ তারাটিয়া সড়ক ব্যাপক ক্ষতি হয়। বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বটতলা অংশে সড়কটি সম্পূর্ণ ধসে যায়। বন্যার পর পাকা সড়কটি মাটি দিয়ে ভরাট করা হয়। দীর্ঘদিন ধরে এ পথে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।


বৃহস্পতিবার রাতে ৩১৫ বস্তা (২২ টন) ভুট্টা বোঝাই করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয় ট্রাকটি। বটতলায় ঝুঁকিপূর্ণ মাটির রাস্তায় অপর একটি ট্রাক ফেঁসে আছে। তার পাশ দিয়ে ভুট্টা বোঝাই ট্রাকটি যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে তলিয়ে যায়।


দুপুরে ঘুরে দেখা গেছে, ট্রাকটি ৪০-৫০ ফুট পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় শ্রমিকরা অথৈই পানিতে তলিয়ে যাওয়া ট্রাক থেকে ভুট্টার বস্তা উদ্ধার করছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়ে গেছে।


বাহাদুনরাকাদ ইউনিয়নের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, বিগত ভয়াবহ বন্যায় রাস্তাটি ধসে যায়। এরপর মাটি দিয়ে গর্ত ভরাট করা হয়। এ জন্য মাঝে মাঝেই সেখানে ট্রাক ফেঁসে যায়। পাকা সড়কটি সংস্কার না করায় একই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হবে বলে বলা হয়েছে।


দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ট্রাকটি ওভারলোড ছিল। আর ট্রাক ড্রাইভার হয়ত ঘুমাচ্ছিল, এ জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ - মহানগর