, ৫ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

আসিফ আকবরকে প্রশংসায় ভাসালেন কবীর সুমন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আসিফ আকবরকে প্রশংসায় ভাসালেন কবীর সুমন

দুই বাংলার নন্দিত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমন। তার কথা ও সুরে প্রথমবার গান গাইলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি কবীর সুমনের লেখা ও সুরে দুটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ।


১৩ জুলাই ‘এখনও সেই আসিফ আমি’ শিরোনামে এ গানের রেকর্ডিং করেছেন আসিফ। এ গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। এটি প্রকাশ হবে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে।


আর ১৫ জুলাই 'আল্লাহকে চেয়েছিলে সব বলে দিতে' শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমনের সংগীতায়োজনে। এটি প্রকাশ করবে আর্ব এন্টারটেইনমেন্ট।


গানগুলো নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশে আসিফ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রকাশ হবে এসব গান।


এদিকে দিন কয়েক আগে আসিফ আকবর এক স্ট্যাটাসে জানান, কবীর সুমনের তার গান গাইতে যাওয়ায় অনেকেই আড়ালে আবডালে এ নিয়ে সমালোচনা করছেন। সেসব পরোয়া করেন না তিনি৷ গান গেয়ে যেতে চান নিজের মতো করে।


এবার আসিফকে নিয়ে ওপার বাংলা থেকে মুখ খুললেন কবীর সুমন। তিনি আসিফের গায়কীর বেশ প্রশংসা করেছেন। এক স্ট্যাটাসে কবীর সুমন লিখেছেন, 'আসিফ আকবর আমার লেখা সুর করা যে দুটি গান ইতিমধ্যে রেকর্ড করেছেন সে দুটির রাফ ভয়েস মিক্স পাঠিয়েছেন। ফাইনাল নয়, রাফ মিক্স। শুনে খুব ভাল লাগল। সঙ্গে যে যন্ত্রাণুষঙ্গ তাও খুবই ভাল। খুবই ভাল। এরকম গান উনি আগে গেয়েছেন বলে মনে হয় না।


আমার জীবনসায়াহ্নে, এই বাহাত্তরে চলমান জীবনে, এ এক নতুন বর্ণময় অভিজ্ঞতা। আরও দুটি গান পাঠিয়ে দিয়েছি শিল্পীকে। তিনি শিখে নিচ্ছেন। এত মন দিয়ে, যত্ন করে শিখে নিচ্ছেন, যন্ত্রীরাও এত যত্ন নিয়ে বুঝে নিচ্ছেন আমার রচনার সঙ্গে কী বাজাতে হবে এবং কীভাবে - কী বলব। জীবনের এই সাঁঝবেলা পেরিয়ে ভারি মনোরম অভিজ্ঞতা। জনাব আসিফ আকবরের শিষ্টাচারও স্মরণীয়।


তার সম্পর্কে কে কী বলে আমি ভাবি না। আমার সম্পর্কেও দুই বাংলায় বিপুল সংখ্যক লোক নিপাট খিস্তি না করে ভাত খেতে বসেন না। খোদা তাদের মঙ্গল করুন।'


কবীর সুমনের এই স্ট্যাটাস নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করে আসিফ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, 'ধন্যবাদ শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন দাদা। আপনার কথা ও সুরের যাদু আমার সংগীত ক্যারিয়ারে নতুন পালক সংযোজন করেছে।'

  • সর্বশেষ - বিনোদন