2024-04-23 12:57:37 pm

নেত্রকোনায় আনসার-ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ

www.focusbd24.com

নেত্রকোনায় আনসার-ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ

২০ জুলাই ২০২০, ০০:২১ মিঃ

নেত্রকোনায় আনসার-ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ

নেত্রকোনায় আনসার ও ভিডিপির উদ্যোগে রোববার দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আনসার ও ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ২৫৬ জন দলনেতা ও ১৮১ জন দলনেত্রীর মাধ্যমে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়।


জেলা কার্যালয়ের আশপাশে পতিত জমিতে বৃক্ষরোপণ ও সদস্যদের মাঝে চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক জিয়াউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হকসহ আনসার ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যরা।


উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক জিয়াউল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে সদস্য সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, এসব চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে।


উদ্বোধনী দিনে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় দেড় হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এক লাখ গাছের চারা রোপণ করা হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :