2024-04-20 10:43:31 am

শুরুর আগেই ছিটকে গেলেন অলরাউন্ডার, শঙ্কায় ওপেনারও

www.focusbd24.com

শুরুর আগেই ছিটকে গেলেন অলরাউন্ডার, শঙ্কায় ওপেনারও

২০ জুলাই ২০২০, ১৪:২২ মিঃ

শুরুর আগেই ছিটকে গেলেন অলরাউন্ডার, শঙ্কায় ওপেনারও

আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দুই খেলোয়াড়কে নিয়ে চিন্তায় পড়ে গেল পাকিস্তান ক্রিকেট দল। আঙুলের ইনজুরিতে প্রথম টেস্ট খেলতে পারবেন না অলরাউন্ডার খুশদিল শাহ। মাথায় বল লাগায় অনিশ্চয়তা রয়েছে ওপেনার আবিদ আলিকে নিয়েও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে জানা গেছে এ তথ্য।


রোববার নিজেদের স্কোয়াডের মধ্যকার ম্যাচে খেলতে গিয়ে মাথায় বল লাগে শর্ট লেগে ফিল্ডিং করতে থাকা আবিদ আলির। তবে তিনি বুধবারই অনুশীলনে ফিরতে পারবেন, এমনটাই আশা পিসিবির। অন্যদিকে খুশদিল শাহর মাঠে ফিরতে সময় লাগবে অন্তত তিন সপ্তাহ। ফলে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।


পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার ডার্বিতে ট্রেনিং সেশনের ব্যাটিং করার সময় বাম হাতের আঙুলে ফ্র্যাকচার হয়েছে খুশদিল শাহর। ফলে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইর থাকতে হবে তাকে। স্কোয়াডের মধ্যকার প্রথম ম্যাচটিতে নেই খুশদিল, এখন দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবে না সে।’


তবে আঙুলের নখ ক্ষতিগ্রস্ত না হওয়ায় খুশদিলের ব্যাপারেও আশাবাদী পিসিবি, ‘যেহেতু নখে কিছু হয়নি এবং নখের নিচের অংশও পুরোপুরি ঠিক আছে তাই অর্থপেডিক সার্জন, টিম ফিজিশিয়ান এবং টিম ফিজিওথেরাপিস্ট আশা করছেন আগামী সপ্তাহের শেষ দিকেই ফিজিক্যাল ট্রেনিংয়ে ফিরতে পারবে খুশদিল।’


আবিদের ব্যাপারে বিবৃতিতে লেখা হয়েছে, ‘স্কোয়াডের মধ্যকার ম্যাচে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিংরত অবস্থায় আবিদ আলির হেলমেটে আঘাত লেগেছে। তবে তার মধ্যে কনকাশনের কোন লক্ষণ দেখা যায়নি। বাড়তি সতর্কতা হিসেবে সিটি স্ক্যান করানো হয়েছিল, সেটাও স্বাভাবিক এসেছে। প্রস্তুতি ম্যাচের বাকি সময়টা বিশ্রামেই থাকবে আবিদ আলি।’


টিম ডাক্তার সোহেল সেলিম বলেছেন, ‘আবিদ পুরোপুরি সুস্থ আছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্রাম করে বুধবার থেকে পুনরায় অনুশীলন শুরু করতে পারবে সে। তার সিটি স্ক্যান করানো হয়েছিল, সেখানেও সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :