, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মেসিদের লিগে পেনাল্টির রেকর্ড

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

মেসিদের লিগে পেনাল্টির রেকর্ড

ইতালিয়ান সিরি 'আ' শেষ হতে এখনও বাকি ৪ ম্যাচ। এর মধ্যেই পেনাল্টি থেকে গোলের রেকর্ড গড়ে ফেলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে তার পেনাল্টি গোলের সংখ্যা ১২টি। যা কি না ১৯৯৪-৯৫ মৌসুমে গুইসেপ সিনোরির এক মৌসুমে ১২ পেনাল্টি গোলের সমান।


রোনালদোর রেকর্ডটি তার ব্যক্তিগত পেনাল্টি গোলের হলেও, চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রেকর্ডের অংশীদার হয়েছে পুরো লীগের হিসেবে। স্প্যানিশ লা লিগার সদ্য শেষ হওয়া মৌসুমটি গড়েছে এক আসরে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড।


২০১৯-২০ সালের লা লিগায় সর্বমোট ১৪৯ বার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারিরা। যার বেশিরভাগই দেয়া হয়েছে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে। লা লিগার দীর্ঘ ইতিহাসে এত বেশি পেনাল্টি দেয়া হয়নি আর কোন আসরে।


এতদিন ধরে সবচেয়ে বেশি পেনাল্টি দেয়ার রেকর্ড ছিল ১৯৮৯-৯০ আসরে। সেবার সবমিলিয়ে ১৩৭ বার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারিরা। সেই রেকর্ড ভাঙল প্রায় ত্রিশ বছর পর। এছাড়া ২০০৮-০৯ মৌসুমে ১৩৫ পেনাল্টি, ২০০২-০৩ মৌসুমে ১৩৫ পেনাল্টি ও ১৯৯৮-৯৯ মৌসুমে ১৩৪টি পেনাল্টি দেয়া হয়েছিল।

  • সর্বশেষ - খেলাধুলা