2024-04-24 01:59:52 pm

৩৬ দেশে করোনার হানা, মৃত সংখ্যা ২৭

www.focusbd24.com

৩৬ দেশে করোনার হানা, মৃত সংখ্যা ২৭

২৫ ফেব্রুয়ারী ২০২০, ১৫:৪৯ মিঃ

৩৬ দেশে করোনার হানা, মৃত  সংখ্যা ২৭
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস চীন ছাড়াও আরো ৩৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪শ' এবং মারা গেছে ৩৭ জন।

চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস ইতিমধ্যে ভয়াবহ আকার ধারন করেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৯৩ এবং নিহত ৯ । এদিকে ইতালিতে আক্রান্ত হয়েছে ২২৯ জন এবং মৃতের সংখ্যা ৭ জন।

এছাড়া করোনায় আতঙ্কে পুরো ইরান। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬১ জন এবং মারা গেছে ১৪ জন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের ১৪টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

এসব দেশ ছাড়াও আফগানিস্তানে ১ জন, অস্ট্রেলিয়ায় ২২ জন, বাহরাইনে ২ জন, বেলজিয়ামে ১ জন, কম্বোডিয়ায় ১ জন, কানাডায় ১১ জন, মিশরে ১ জন, ফিনল্যান্ডে ১ জন ফ্রান্সে ১২ জন, জার্মানি ১৬ জন, হংকং য়ে ৮১ জন, ভারতে ৩ জন, ইরাকে ১ জন, ইসরাইলে ২ জন, জাপানে ৮৪০ জন, কুয়েতে ৮ জন, লেবাননে ১ জন, ম্যাকাও য়ে ১০ জন, মালয়েশিয়ায় ২২ জন, নেপালে ১ জন, ওমানে ২ জন, ফিলিপাইনে ৩ জন, মৃত ১, রাশিয়ায় ২ জন, সিঙ্গাপুরে ৯০ জন, স্পেনে ২ জন, শ্রী লঙ্কায় ১ জন, সুইডেনে ১ জন, তাইওয়ানে ৩০ জন, মৃত ১, থাইল্যান্ডে ৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৯ জন, যুক্তরাজ্যে ১৩ জন , আমেরিকায় ৫৩ জন, ভিয়েতনামে ১৬ জন আক্রান্ত হয়েছে।

গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

এদিকে চীনে করোনাভাইরাসে নতুন করে আরো ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৭ হাজার ৬শ ৫৮ জনে। মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয় , করোনা ভাইরাসে চীনে নতুন করে আরো ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ভাইরাসে উৎপত্তিস্থল উহানেই মারা গেছেন ৬৮ জন। এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬শ ৬৩ জনে দাঁড়িয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :