2024-04-26 09:37:14 am

ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পাচ্ছে শেরপুরের ৮৫ হাজার মানুষ

www.focusbd24.com

ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পাচ্ছে শেরপুরের ৮৫ হাজার মানুষ

২২ জুলাই ২০২০, ২২:৩৬ মিঃ

ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পাচ্ছে শেরপুরের ৮৫ হাজার মানুষ

ঈদুল আজহা উপলক্ষে এবার শেরপুরে সরকারের বিশেষ ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা পাচ্ছে প্রায় ৮৫ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষ। ইতিমধ্যে জেলার ৫টি উপজেলায় ওই খাদ্য সহায়তা বিতরণে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে।


জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় এবারের ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসূচির অধীনে জেলায় ৮৪ হাজার ৯৫৯ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য মাথাপিছু ১০ কেজি হারে ৮৪৯.৫৯ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।


ইতিমধ্যে বরাদ্দকৃত চাল জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় উপ-বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ২৫ হাজার ৫৭৯ জন, নালিতাবাড়ী উপজেলায় ১৫ হাজার ২৫৭ জন, নকলা উপজেলায় ১০ হাজার ৬১ জন, শ্রীবরদী উপজেলায় ১৩ হাজার ৫০৬ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৮ হাজার ২৩৩ জন রয়েছে। উপজেলা থেকে আবার জনসংখ্যা অনুপাতে ইউনিয়ন পর্যায়ে উপ-বরাদ্দ দেয়া হয়েছে।


এ ছাড়া শেরপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, নালিতাবাড়ী পৌরসভায় ৩৮১ জন, নকলা পৌরসভায় ৩ হাজার ৮১ জন ও শ্রীবরদী পৌরসভায় ১ হাজার ৫৪০ জন ওই সহায়তা পাবে।


এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এএইচএম আবদুর রউফ জানান, জেলায় বরাদ্দ পাওয়ার পর ইতিমধ্যে উপজেলা ও পৌরসভায় উপ-বরাদ্দ দেয়া কার্ডের বিপরীতে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :