দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরি, অবশেষে গ্রেফতার
প্রকাশ :

ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- অজয় চন্দ্র দেবনাথ, মো. সাইফুল ইসলাম, মো. রাসেল মিয়া, মো. মোতালেব, মো. আশরাফুল ইসলাম ও আবু বক্কর সিদ্দিক। এদের মধ্যে অজয় চন্দ্র দেবনাথ নেত্রকোনা ও বাকিরা ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে নগরীর ঘাগড়া আপনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঘাগড়া আপনবাড়ি এলাকা থেকে সকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।