2024-03-29 07:33:22 pm

রক্তাক্ত আগস্ট

www.focusbd24.com

রক্তাক্ত আগস্ট

১১ আগষ্ট ২০২০, ২২:৩০ মিঃ

রক্তাক্ত আগস্ট

সিবগাতুর রহমান

আগস্ট এলেই বাংলাদেশের
মন কাঁদে নিরবধি,
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে গিরি ও নদী।

আগস্ট এলেই মনে পড়ে
পিতার বজ্রধ্বনি,
কে তোরা কী চাস বাংলার প্রাণ!
বল একবার শুনি?

আগস্ট এলেই মনে পড়ে
মুখোশে ঢাকা মুখ,
কুলাঙ্গারের বুলেটে বিদ্ধ
বাংলাদেশের বুক।

আগস্ট এলে আজও শুনি
শেখ রাসেলের কান্না,
সেদিন থেকে পিতাহীন হলো
লাল-সবুজের ঠিকানা।

আগস্ট এলেই ভোরের পাখিরা
কান্নায় বাঁধে সুর,
থমকে দাঁড়ায় সুবহে সাদিক
আলো যায় বহুদূর।

আগস্ট এলেই অন্তরে বিঁধে
হায়েনাদের উল্লাস,
রক্তপিপাসু পিশাচ দলের
নির্মম উপহাস।

আগস্ট এলেই দু’চোখের জল
নেমে আসে এই বুকে,
পঁচাত্তরে কাঁদতে পারিনি
কাঁদি আজও সেই শোকে।

আগস্ট এলেই নত শিরে বলি
ক্ষমা করো হে পিতা,
জীবনের দামে ভালোবেসেছিলে
ভুলিনি তোমার কথা।

আগস্ট এলেই পথ চেয়ে থাকি
এই বুঝি এলে ফিরে,
আজও আমরা স্বপ্নে বিভোর
তোমার স্বপ্ন ঘিরে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :