2024-04-18 07:03:16 am

ধোনির অবসর নিয়ে যা বললেন সাকিব-মুশফিকরা

www.focusbd24.com

ধোনির অবসর নিয়ে যা বললেন সাকিব-মুশফিকরা

১৮ আগষ্ট ২০২০, ২৩:৪৫ মিঃ

ধোনির অবসর নিয়ে যা বললেন সাকিব-মুশফিকরা

ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির দাপুটে ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ।

শনিবার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে নির্বাসনে যাওয়ার ঘোষণা দেন ধোনি।

একই দিন ধোনির পথে হাঁটলেন তার সতীর্থ সুরেশ রায়নাও।

হঠাৎ ধোনির এমন অবসরের ঘোষণায় ভারতসহ ক্রিকেটবিশ্ব কিছুটা অবাকই বটে।

প্রায় দেড় দশক ধরে ২২ গজের দুনিয়ায় আধিপত্য বিস্তার করা এই ক্রিকেটারকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা।

ধোনিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেকেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ধোনিকে তার অবসরকালীন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারন পারফর্ম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভ কামনা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম লিখেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’

দ্য পিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্যারিয়ারে আপনি অনেক বড় অনুপ্রেরণা ছিলেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকা, সিদ্ধান্ত নিতে পারাসহ আপনার ক্রিকেটিয় সামর্থ্যের অনেক বড় গুণমুগ্ধ আমি। আপনার অবসরের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।’

প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক লিটন দাস লিখেছেন, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলতে পারা আমার জন্য গর্বের ছিল। খেলাটির সত্যিকারের কিংবদন্তি আপনি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ক্রিকেটারের চেয়েও বেশি, খেলাটির সত্যিকারের ভদ্রলোক। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শনিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে ৩৯ বছর বয়সী ধোনি লিখেছেন, ‘ধন্যবাদ, এতটা সময় ধরে ভালোবাসা ও সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট (১৫ আগস্ট, শনিবার) থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।’

ধোনির এই ঘোষণার মানে ৩৫০তম ওয়ানডে হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দেশের হয়ে তিনি ৯০টি টেস্ট ও ৯৮টি টি ২০ও খেলেছেন। টেস্টে ৯০ ম্যাচ খেলে করেছেন ৪৮৭৬ রান। ৩৫০ ওয়ানডে খেলে রান করেছে ১০ হাজার ৭৭৩। আর ৯৮ টি টোয়েন্টি খেলে রাখ করেছেন ১৬১৭।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :