2024-04-25 02:29:36 pm

না থাকতে চাইলে চলে যাও : দায়িত্ব নিয়েই কঠোর বার্তা বার্সা কোচের

www.focusbd24.com

না থাকতে চাইলে চলে যাও : দায়িত্ব নিয়েই কঠোর বার্তা বার্সা কোচের

২০ আগষ্ট ২০২০, ১৬:১৫ মিঃ

না থাকতে চাইলে চলে যাও : দায়িত্ব নিয়েই কঠোর বার্তা বার্সা কোচের

বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল খাওয়া বার্সেলোনাকে আর দেখতে চান না নতুন কোচ রোনাল্ড কোম্যান। বার্সার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাওয়ার পরই হুংকার ছাড়লেন- ক্লাবে থাকতে চাইলে সেরাটাই দিতে হবে, না হলে চলে যাও।


বার্সা এখনও বিশ্বের অন্যতম বড় ক্লাব। আর সেই ইমেজ পুনরুদ্ধারে কঠোর হতেও রাজি কোম্যান। বুধবার দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে ডাচ এই কোচ বলেন, ‘আমরা বায়ার্নের বিপক্ষে যেমন খেলেছি, সেখান থেকে আমাদের ভিন্ন ইমেজ দেখাতে হবে। এটা সেই বার্সা নয় যাকে আমরা কিংবা সমর্থকরা দেখতে চাই।’


কোম্যান যোগ করেন, ‘বার্সেলোনার জার্সি পরে আপনাকে ভীষণ সুখীই থাকতে হবে। দেখাতে হবে প্রতিশ্রুতি, পেশাদারিত্ব, আপনার মধ্যে যা আছে সব। যদি আমরা সেটা করতে পারি, তবে গত সপ্তাহে যা দেখেছি ইমেজটা বদলে যাবে।’


১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৯২ ম্যাচ খেলেছেন। ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই বছর। ন্যু ক্যাম্প তাই পুরনো ঘর কোম্যানের। তবে বার্সার এমন চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব পালন করা সহজ হবে না, মানছেন নেদারল্যান্ডস কোচের দায়িত্ব ছেড়ে আসা সাবেক এই মিডফিল্ডার।


বার্সা এখন বুড়োদের দল হয়ে গেছে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল, জেরার্ড পিকেদের বয়স ৩৩ পেরিয়েছে। বয়সটাই কি পারফরম্যান্সে বড় বাধা? কোম্যান অবশ্য পুরোপুরি একমত নন।


নতুন বার্সেলোনায় অনেক পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। তবে কারা বাদ পড়তে পারেন, সেটি পরিষ্কার করে বলতে চাইলেন না কোম্যান। তার ভাষায়, ‘আমি কারও নাম বলতে চাই না। আমাদের ক্লাবের স্বার্থ দেখতে হবে এবং জয় পাওয়ার জন্য সেরা দলই বাছাই করতে হবে।’


বয়স্ক খেলোয়াড়দের ব্যাপারে কোম্যানের কথা, ‘অনেক খেলোয়াড়ই আছেন, যাদের বয়স নিয়ে আপনার কথা বলতে পারেন। তবে যে খেলোয়াড়ের বয়স ৩১, ৩২ কিংবা ৩৩; তারা ফুরিয়ে গেছেন এমন নয়। এটা আসলে নির্ভর করে তাদের (পারফর্ম করার) কতটা ক্ষুধা আছে এবং ক্লাবের জন্য কতটা উজাড় করে দিতে প্রস্তুত।’


পরের অংশটায় বলতে গেলে হুমকিই দিলেন বার্সার নতুন কোচ। বললেন, ‘আমি শুধু সেই খেলোয়াড়দের নিয়েই কাজ করব, যারা এখানে থাকতে চায়। যদি তারা এখানে সুখী না থাকে, সেটা বলে দিতে পারে। আমি তাদেরই চাই, যারা বার্সার জন্য সব কিছু দিয়ে দেবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :