2024-04-25 04:53:11 am

নাশকতার মামলায় মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত

www.focusbd24.com

নাশকতার মামলায় মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত

২০ আগষ্ট ২০২০, ১৭:২১ মিঃ

নাশকতার মামলায় মুক্তাগাছা পৌরসভার মেয়র বরখাস্ত

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ কর্তৃক তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


২০১৫ সালের একটি নাশকতার মামলায় পুলিশের দেয়া চার্জশিট আদালতে গৃহিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, মেয়র শহিদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা নং ০৬, তারিখ- ৬/২/১৫ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) যথাসময়ে চার্জশিট নম্বর ১৪৬/১৫ আদালত কর্তৃক গৃহিত হয়েছে।


ফলে উক্ত পৌর মেয়র কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্হী মর্মে সরকার মনে করে।


তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে পৌর মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।


এ ব্যাপারে মেয়র শহীদুল ইসলাম দাবি করেন তাকে রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন করার লক্ষেই একটি পুরাতন মিথ্যা রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে। তিনি এ ব্যাপারে আদালতের সরণাপন্ন হবেন বলেও জানান।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :