, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

চাপে মুখে জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

চাপে মুখে জিম্বাবুয়ে
ফাইল ছবি

৩২২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে জিম্বাবুয়ে। ২৭ রান তুলতেই তাদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে তিন উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮ রান।

জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের প্রথম ওভারে এসেই তিনাসে কামুনহুকামওয়েকে বোল্ড করেন। এরপর রেগিস চাকাবাকে তার দ্বিতীয় শিকারে পরিণত করেন। দলীয় ২৩ রানের মাথায় সাইফের বলে এলবিডব্লিউ হন চাকাবা।

সাইফের পর জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি। নবম ওভারের তৃতীয় বলটি লফটেড শট খেলতে চেয়েছিলেন চামু চিবাবা। বল চলে যায় মিড অনে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাদ রিয়াদের হাতে।

এর আগে রবিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উদ্বোধনী জুটিতে ধীর গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রথম আঘাত আসে দলীয় ৬০ রানের মাথায়। ১২.৫ ওভারের মাথায় মতোম্বাজির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় তামিম ইকবালকে। আউট হওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেন তিনি।

পরে নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যেতে থাকেন লিটন কুমার দাস। কিন্তু সমালোচিত আউট হয়ে মাঠ ছাড়তে হয় শান্তকে। লিটন-শান্ত জুটি থেকে আসে ৮০ রান। শান্তর পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ শিবির। কিন্তু লিটনকে খুব বেশি সময় দিতে পারেননি ডিপেন্ড্যাবল মুশফিক। যদিও এরমাঝে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। ১০৫ বলে ব্যক্তিগত ১২৬ রানের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন এই আলো ছড়ানো ব্যাটসম্যান।

মিথুন-মাহমুদুল্লাহর ঝড়ো ইনিংস থেকেও আসে ৬৮ রান। এরমাঝেই ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন মোহাম্মদ মিথুন। তবে এই ম্যাচের শেষ দিকে দর্শকদের আনন্দ দিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফউদ্দিন। ৩ ছক্কায় মাত্র ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। আজকের ম্যাচের সিঙ্গেল ডিজিট ছিল একমাত্র ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজের। ৪ বলে তিনি করেন মাত্র ৭ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ।জিম্বাবুয়ের হয়ে বল হাতে দুই উইকেট শিকার করেন এমপোফো।

  • সর্বশেষ - খেলাধুলা