2024-04-17 04:04:46 am

শরতের তিনটি ছড়া

www.focusbd24.com

শরতের তিনটি ছড়া

২৫ আগষ্ট ২০২০, ১৬:২৭ মিঃ

শরতের তিনটি ছড়া

আলাউদ্দিন হোসেন

শরৎকাল

ভাদ্র-আশ্বিন দুই মাস
হয় শরৎকাল,
এসময় গাছে গাছে
পাকে কাঁচা তাল।

এসময় সাদা মেঘ
থাকে নীল আকাশে,
সাদা বক উড়ে বেড়ায়
দক্ষিণা বাতাসে।

শরৎজুড়ে প্রকৃতি নাচে
হাসে শিউলি ফুল,
কাশবনে ভরে ওঠে
নদীর দু’কূল।

রূপের শরৎ

রং ছড়ানো আকাশ তলে
কাশফুল হাসে,
তিড়িংবিড়িং ফড়িং নাচ
শরৎ চোখে ভাসে।

বিলে-ঝিলে শাপলা হাসে
পানকৌড়ির মেলা,
শিউলি ফুলের গন্ধে কাটে
শরৎ সারাবেলা।

আকাশ পানে বকের সারি
সাদা মেঘের ভেলা,
রঙে রঙিন রূপের শরৎ
রূপের চলে মেলা।

কাশফুল

শরৎ এলে বাংলাজুড়ে
কাশফুল হাসে,
মন মাতানো শুভ্র হাসি
প্রকৃতিজুড়ে ভাসে।

নদীর তীরে বিলের পাড়ে
মন মাতানো হাসি,
হাসির সাথে তাল মেলাতে
শরৎ বাজায় বাঁশি।

শরৎ বাঁশির সুরে সুরে
দোলে কাশবন,
শুভ্রমাখা হাসি দেখে
শরৎ ভরে মন।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :