2021-02-27 08:52:44 pm

এবার করোনায় আক্রান্ত নতুন ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন

www.focusbd24.com

এবার করোনায় আক্রান্ত নতুন ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন

০৪ সেপ্টেম্বার ২০২০, ১৪:০৭ মিঃ

এবার করোনায় আক্রান্ত নতুন ব্যাটম্যান রবার্ট প্যাটিনসন

হলিউড অভিনেতা রক'খ্যাত ডোয়াইন জনসন করোনায় আক্রান্ত হয়েছেন সপরিবারে। গত ৩ সেপ্টেম্বর এই খবর জানা গেছে৷ এবার জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।


প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।


কিছুদিন আগেই জনপ্রিয় ব্যাটম্যান সিরিজের পরবর্তী কিস্তির টিজারে দেখা মেলে তার। টিজার মুক্তি পেতেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন প্যাটিনসন। নতুন এই ব্যাটম্যানকে নিয়ে চলেও বেশ আলোচনা।


তবে প্যাটিনসনের করোনা ধরা পড়ার কারণে সিনেমার বাকি শুটিংয়ের কাজে বিড়ম্বনা দেখা দিয়েছে। যার ফলে ছবিটির মুক্তিও পিছিয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে।


ওয়ার্নার ব্রোসের এক কর্মকর্তা জানান, প্যাটিনসন করোনা আক্রান্ত হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে আমাদের বাকি সিনেমার শুটিংয়ের কাজ। তাকে ইতিমধ্যে আমরা সেলফ আইসোলেশন করে রেখেছি। পুরো টিম মেম্বারও এর মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি।


প্রসঙ্গত, 'ব্যাটম্যান' ছবির বাকি শুটিংয়ের কাজ চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হওয়াত কথা ছিল। তবে করোনাকালীন সময়ের কারণে পিছিয়ে যায় শুটিংয়ের কাজ। বিশাল কর্মবিরতি পার করে আগস্টের শেষদিকে পুনরায় চালু হয়েছিল শুটিং। তবে করোনার কারণে তা আবারও পিছিয়ে গেল।


আশা করা হচ্ছে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন প্যাটিনসন। পুনরায় চালু হবে শুটিংয়ের কাজ।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি

অতিথি সম্পাদক: স্বাধীন চৌধুরী

বিশেষ সম্পাদক: আব্দুল কাদের চৌধুরী

অতিথি প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ও নাসিমুল গনি ইশরাক


ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০, সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ফোন : ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ইমেইল : jagrota2041@gmail.com