শিক্ষক ছিলেন বলিউডের যেসব তারকা
প্রকাশ :

বলিউড মাতানো অনেক তারকাই রয়েছেন যারা এখানে কাজ শুরুর আগে নানা পেশায় জড়িয়ে ছিলেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা মহান শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করেন। এরপর ঘটনাক্রমে অভিনয়ে নাম লেখান। আজ শিক্ষক দিবসে সেইসব তারকাদের নিয়ে এই আয়োজন-
সেই অক্ষয় কুমারের রয়েছে বৈচিত্রময় এক পেশাজীবন। যেখানে হোটেলের ম্যানেজার থেকে শুরু করে শিক্ষকতাও করেছেন তিনি। অনেকেই হয়তো জানেন খুব বেশিদূর শিক্ষা জীবন নয় অক্ষয়ের। অল্প বয়সেই তিনি শিক্ষা জীবন শেষ করেছেন এবং বাংলাদেশসহ বেশ কিছু দেশে তার সংগ্রামী সময় কেটেছে। এ গল্প জানা পাঠক অবাক হতেই পারেন এটা জেনে যে ‘আক্ষি’ শিক্ষক ছিলেন।
ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া অন্তত তাই বলছে। শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ এক ফিচারে বলা হয়েছে, অক্ষয় কুমার মার্শাল আর্টের শিক্ষক ছিলেন। আর সেখানকার এক ছাত্র যিনি কিনা ফটোগ্রাফার, তার পরামের্শেই মডেলিংয়ে নাম লেখান অক্ষয়। সে সূত্রেই তিনি অভিনয়ে আসেন এবং আজকের সুপারস্টার অক্ষয় কুমার হয়ে ওঠেছেন।
শিক্ষাজীবন শেষ করে নন্দিতা শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। তিনি দিল্লি স্কুল থেকে সমাজ কর্মে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আর তিনি ঋষি ভ্যালী স্কুলে শিক্ষকতা করেছেন যখন একজন থিয়েটারকর্মী হিসেবে সংগ্রাম করছিলেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এই অভিনেতা ধুন নামের একটি স্কুলে শিক্ষকতা করেছেন। তবে তিনি ছিলেন গানের মাস্টার।
তিনি এম.এইচ সাবু সিদ্দিক প্রকৌশল কলেজের উল্লেখযোগ্য প্রভাষকদের একজন ছিলেন। যেখানে তিনি বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াতেন। পাশাপাশি দুবাইতে হিন্দি পড়ানোর শিক্ষকও ছিলেন কাদের খান।
এছাড়াও অনেক তারকা রয়েছেন যারা অভিনয়ে যুক্ত হবার পরও বিভিন্ন রকম আর্ট, মার্শাল আর্ট, অভিনয়, নাচ, নির্মাণের স্কুলে শখের শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং করেন।