2024-03-28 03:55:19 pm

সীমান্তে বাংলাদেশিকে হত্যা, ‘লাশ পাহারা দিচ্ছে বিএসএফ’

www.focusbd24.com

সীমান্তে বাংলাদেশিকে হত্যা, ‘লাশ পাহারা দিচ্ছে বিএসএফ’

০৬ সেপ্টেম্বার ২০২০, ১১:২৭ মিঃ

সীমান্তে বাংলাদেশিকে হত্যা, ‘লাশ পাহারা দিচ্ছে বিএসএফ’

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।


নিহত বাদশা জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করার সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সংবাদ লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি গর্তে পড়ে ছিল। ভারতীয় ভূখণ্ডে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।


এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এতে বাংলাদেশ ভূখণ্ডে কেউ নিহত হওয়ার খবার পাওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :