2024-04-20 01:34:19 pm

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

www.focusbd24.com

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

১৩ সেপ্টেম্বার ২০২০, ২২:৩১ মিঃ

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

গাঁয়ের পথে

আঁকাবাঁকা গাঁয়ের পথ
চলে গরুর গাড়ি,
পথ পেরিয়ে কাশবন
আমার ছোট্ট বাড়ি।

রূপে ভরা কলমিলতা
পথ পানে চেয়ে,
তরুলতা সবুজ ঘাস
কাশবন বেয়ে।

পথ পেরিয়ে ছোট্ট মাঠ
চলে সদা খেলা,
শিশু-কিশোর মুখরিত
কাটে সারাবেলা।

পরীর গাঁ

কে যাবি পরীর গাঁয়ে
আমার সাথে আয়,
সন্ধ্যা হলে আসবে নেমে
নিতে রঙের নায়।

নাচে-গানে মন মাতাবে
হৃদয়জুড়ে সুখ,
মধুর হাসি রঙে রঙিন
ভরে যাবে বুক।

পাখা মেলে উড়ে উড়ে
দেখাবে সব রং,
তড়িগড়ি আয় তোরা
মনে নিয়ে ঢং।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :