2024-04-24 04:50:36 am

বাংলাদেশি ছাত্রীর পক্ষে আইনি লড়াইয়ে বিশ্বভারতীর অধ্যাপকরা

www.focusbd24.com

বাংলাদেশি ছাত্রীর পক্ষে আইনি লড়াইয়ে বিশ্বভারতীর অধ্যাপকরা

০২ মার্চ ২০২০, ১৫:৫২ মিঃ

বাংলাদেশি ছাত্রীর পক্ষে আইনি লড়াইয়ে বিশ্বভারতীর অধ্যাপকরা
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

এনআরসি, সিএএ নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী আফসারা অনিকা মিমকে ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে লড়বেন অধ্যাপকরা। এ নিয়ে আইনি লড়াইয়ের পথে যেতে চলেছেন তারা। কলকাতা হাইকোটের্র এক আইনজীবীর সঙ্গে এ নিয়ে আলোচনাও শুরু করেছেন।

মিম নোটিশটি পুনর্বিবেচনার জন্য গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গিয়ে কলকাতায় বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেছেন। মিম কুষ্টিয়ার মেয়ে।

এ নিয়ে কলকাতা হাইকোটের্র সংশ্লিষ্ট আইনজীবী শামীম আহমেদের মত, নোটিশটি আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। কারণ ভারত বিরোধী কোনো কাজের প্রমাণ বা নির্দিষ্ট কোনো বিষয়ের উল্লেখ নেই। ওই ছাত্রীকে নিজের বক্তব্য পেশেরও সুযোগ দেওয়া হয় নি। তিনি ওই ছাত্রীকে আইনি সহায়তা দেবেন।

বিশ্বভারতীর এক অধ্যাপক জানিয়েছেন, তারা মিমের পাশে আছেন। পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি মিমকে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে ভারতের বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয় (এফআরএরও) দেশ ছাড়ার নির্দেশ দেয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :