, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পাপিয়ার আর্থিক ব্যয়ের খোঁজ নিতে ওয়েস্টিনে দুদকের চিঠি

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

পাপিয়ার আর্থিক ব্যয়ের খোঁজ নিতে ওয়েস্টিনে দুদকের চিঠি
শামীমা নূর পাপিয়াকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে নেয়া হয় ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নুর পাপিয়া সম্পর্কে নানা তথ্য এবং তার ব্যয়ের খোঁজ নিতে ওয়েস্টিন হোটেলে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকালে দুদক থেকে ওয়েস্টিন হোটেলের কর্তৃপক্ষের কাছে ঐ চিঠি পাঠানো হয়েছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শাহীন আরা মমতাজ স্বাক্ষরিত ঐ চিঠিতে পাপিয়ার ব্যয়ের হিসাবের পাশাপাশি আরো কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের ক্ষেত্রে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির আয়-ব্যয়ের হিসাব বড়ো ভূমিকা রাখে। তাই হোটেলে তার ব্যয়ের বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওয়েস্টিন হোটেলে পাপিয়া এ পর্যন্ত কতদিন অবস্থান করেছেন এবং সেখানে কত টাকা বিল দিয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া পাপিয়ার কাছে আসা ব্যক্তি ও হোটেলে অবস্থানকারীদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। এছাড়া পাপিয়ার সম্পদ অনুসন্ধানের পাশাপাশি তিনি কাদের সহায়তায় এসব সম্পদ অর্জন করেছেন তাও খতিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে ঐ সময়ের ভিডিও রেকর্ডও চাওয়া হতে পারে।

  • সর্বশেষ - রাজনীতি