দেয়ালচাপায় প্রাণ গেল দুই সন্তানসহ বাবা-মায়ের
প্রকাশ :

দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের দেয়ালচাপায় বাবা-মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)।
স্বপনের মামা শাহিনুর আলম বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে যায়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন স্বপনের ঘরের মাটির দেয়াল ভেঙে ভেতরে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।