2024-04-19 08:54:21 am

কবিতা: শূন্য খাঁচা

www.focusbd24.com

কবিতা: শূন্য খাঁচা

০২ ডিসেম্বার ২০১৯, ১৮:০৪ মিঃ

কবিতা: শূন্য খাঁচা
কবিতা: শূন্য খাঁচা। ছবি:  গ্রাফিক্স টিম

আয়রে আয় প্রাণের পাখি

হৃদয় পিঞ্জরে তোরে লুকাইয়া রাখি।

গহন কানন বনে লুকাইয়া গেলি, জানিনা কি সুখ তুই সেথা গিয়ে পেলি।

এত দিন বাঁধা ছিলি হৃদয় পিঞ্জরে কেন পালাইয়া গেলি ব্যথা দিয়ে প্রাণে।

আর কি ফিরিবি তুই এ শূন্য খাঁচায় তোরই বিহনে এ প্রাণ জ্বলিয়া যায়।

তোরই ত্বরে বসে বসে দিবা নিশি ভাবি, মানে না পাগল মন রাখে শুধু দাবি।

তোর ত্বরে ফুল ফোটে, আকাশেতে চাঁদ ওঠে না দেখে ম্লান হয় তার দুটি আঁখি।

ওরে ওরে প্রাণ পাখি, মনে কি পড়ে নাকি কত সুখে ছিলেম মোরা সবাজন।

নিয়তির পরিহাসে হারাইলাম তোরে শেষে তোমাবীনা বাঁচে না জীবন।

শিল্পী রাণী ঘোষ, লেখিকা ও কবি


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :