2024-03-28 02:40:34 pm

বৃষ্টিতে বন্ধ খেলা, তার আগেই সাজঘরে তামিম

www.focusbd24.com

বৃষ্টিতে বন্ধ খেলা, তার আগেই সাজঘরে তামিম

১৩ অক্টোবার ২০২০, ১৫:৩৬ মিঃ

বৃষ্টিতে বন্ধ খেলা, তার আগেই সাজঘরে তামিম

ঠিক যেন প্রথম ম্যাচের কার্বন কপি। রোববার মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত বাহিনীর ম্যাচে ঠিক ৩ ওভার পর বৃষ্টি এসেছিল; আজ (মঙ্গলবার) তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের মধ্যকার খেলায়ও ঠিক একই সময়ে বৃষ্টির হানা, যথারীতি খেলাও বন্ধ।

প্রকৃতির এ বিরূপ চরিত্রের কারণে খেলা বন্ধের সময় তামিম একাদশের স্কোর ১ উইকেটে ১২। সাজঘরে ফেরা ব্যাটসম্যান অধিনায়ক তামিম ইকবালই। বৃষ্টিতে খেলা বন্ধের আগে পেসার রুবেল হোসেনের ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তামিম (৮ বলে ২)।

অধিনায়ক তামিম ফিরে গেলেও আরেক ওপেনার জুনিয়র তামিম তানজিদ হাসান তামিম (৩ বলে ৩) এখনও ক্রিজে। তিন নম্বরে ব্যাটিংয়ে এসেছেন এনামুল হক বিজয়। মুখোমুখি চার নম্বর বলে কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলা বিজয় উইকেটে টিকে আছেন ৫ রান নিয়ে।

jagonews24

এ ম্যাচে রিয়াদ বাহিনীর হয়ে খেলতে নেমেছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গত শনিবার প্রথমবার পিতা হয়েছেন মিরাজ। হয়তো সদ্য মা হওয়া স্ত্রীর পাশে থাকার কারণে প্রথম ম্যাচ খেলা হয়নি। তবে আজ দ্বিতীয় খেলায় মাঠে উপস্থিত মিরাজ। কিন্তু বৃষ্টির কারণে ১৬ মিনিট পরই আবার উঠে যেতে হয়েছে প্যাভিলিয়নে।

দুপুর দেড়টায় যথাসময়ে খেলা শুরু হওয়ার ১টা ৪৬ মিনিটে নামে বৃষ্টি। তখন থেকেই বন্ধ খেলা। টানা বর্ষণের পর দুপুর আড়াইটার (২.৩০) দিকে বৃষ্টি প্রায় চলে গিয়েছিল, পিচের কভারও সরানো হয়েছিল। কিন্তু শেষ খবর, আবার শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি। বিকেল ৩টায় এ প্রতিবেদন তৈরির সময়ও শেরে বাংলার পিচ কভারে ঢাকা ছিল।

তার মানে, এরই মধ্যে সোয়া ঘন্টা কেটে গেছে। প্রথম দিন ৪২ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাঁটা হয়নি। এ ম্যাচে কি তাই হবে? সেটাই দেখার। যেহেতু রিজার্ভ ডে আছে, তাই ম্যাচ পন্ড হওয়ার সম্ভাবনা অবশ্য খুব কম।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :