2024-04-25 07:04:23 am

এইচপির কোচ হিসেবে মঙ্গলবার যাত্রা শুরু র‍্যাডফোর্ডের

www.focusbd24.com

এইচপির কোচ হিসেবে মঙ্গলবার যাত্রা শুরু র‍্যাডফোর্ডের

২৬ অক্টোবার ২০২০, ২৩:০৬ মিঃ

এইচপির কোচ হিসেবে মঙ্গলবার যাত্রা শুরু র‍্যাডফোর্ডের

তিনি আসতে না আসতেই শুরু হয়ে যায় বিসিবি প্রেসিডেন্টস কাপ। খুব স্বাভাবিকভাবেই তখন বন্ধ ছিল হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের ট্রেনিং। আর রাজধানী ঢাকায় পা রাখার আগেই তিনি হয়ে যান নাজমুল হোসেন শান্ত বাহিনীর কোচ। কাজেই বাংলাদেশে এসে এইচপির কোচ টবি র‍্যাডফোর্ড বনে যান প্রেসিডেন্টস কাপের রানার্সআপ দলের কোচ।


খুব স্বাভাবিকভাবেই এ ইংলিশের এখন পর্যন্ত এইচপির কোচিং করানো হয়নি। তবে কাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে টবি র‍্যাডফোর্ডের এইচপির কোচ হিসেবে যাত্রা। মঙ্গলবার শেরে বাংলায় শুরু হচ্ছে এইচপির কোচিং ক্যাম্প। ২৬ ক্রিকেটার অংশ নেবেন এ অনুশীলনে। দুই সপ্তাহ ব্যাপি এ অনুশীলন ক্যাম্প চলবে ১২ নভেম্বর পর্যন্ত।


যে ২৬ ক্রিকেটার অংশগ্রহণ করবেন, তারা সবাই মিরপুরে বিসিবি একাডেমিতে থাকবেন। ক্যাম্প শুরুর আগে আজ সোমবার সব ক্রিকেটারকে করোনা টেস্ট করানো হয়েছে। সোমবার রাত ১১টা নাগাদ জানা যাবে এ টেস্টের ফল। নেগেটিভ ক্রিকেটাররা কাল সকালেই বিসিবি একাডেমিতে উঠে যাবেন।


প্রসঙ্গতঃ যে ২৬ জন এইচপির ক্যাম্পে আছেন, তাদের ১৫ জন অংশ নিয়েছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। যুব বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলের ১৩ ক্রিকেটার ওই ২৬ জনের এইচপি বহরে আগে থেকেই আছেন। সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহে ফিজিক্যাল ট্রেনিং চলবে এইচপির। পরের সপ্তাহে শুরু হবে স্কিল ট্রেনিং।


জাতীয় দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ছাড়া অপর দুই তরুণ লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদী ও রিশাদ হোসেনকেও রাখা হয়েছে এইচপি ক্যাম্পে।


যাদেরকে নিয়ে এইচপি ক্যাম্প

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।


স্পিনার: মিনহাজুল আবেদিন আফ্রিদী, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।


পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।


উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :