2024-03-29 09:16:42 pm

রাস্তার উন্নয়নে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না : মেয়র টিটু

www.focusbd24.com

রাস্তার উন্নয়নে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না : মেয়র টিটু

১৮ ডিসেম্বার ২০২০, ২৩:৪০ মিঃ

রাস্তার উন্নয়নে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না : মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন কাজ দেখতে চান। আমিও সেই লক্ষ্যে বড়বাজারের সড়ক উন্নয়ন কাজ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে শুরু করেছি। রাস্তার উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।’


শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের উন্নয়ন কাজের উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা।


মেয়র টিটু বলেন, ‘বড় বাজার সড়কের আরসিসি দ্বারা উন্নয়ন কাজ চলার সময় ব্যবসায়ীরা একটু সমস্যায় পড়লেও আগামী ১৫-২০ বছর এর সুফল ভোগ করতে পারবেন। কিন্তু রাস্তার উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।’


বড়বাজার সড়কের কাজ উদ্বোধন করতে গিয়ে মেয়র টিটু আরও বলেন, ‘যেহেতু আরসিসি ঢালাইয়ের কাজ হবে, সেহেতু আপনারা কাজের প্রতি লক্ষ্য রাখবেন। কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমাদের সিটি করপোরেশনের প্রকৌশলীরা থাকবেন। যেহেতু ঢালাইয়ের কাজ সেইজন্য পানি দিয়ে কিউরিং যেন ঠিকভাবে হয়, সেদিকে আপনারা নজর রাখবেন। আমরা ময়মনসিংহ নগরকে আধুনিক নগরে পরিণত করতে চাই। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কাম্য।’


এ উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, হামিদা পারভিন, ব্যবসায় নেতা সালমান ওমর রুবেল প্রমুখ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :