2024-04-26 03:10:43 pm

যুক্তরাজ্যের নতুন ভাইরাস দেশে না ঢুকলে করোনা সংক্রমণ কমবে

www.focusbd24.com

যুক্তরাজ্যের নতুন ভাইরাস দেশে না ঢুকলে করোনা সংক্রমণ কমবে

০২ জানুয়ারী ২০২১, ২২:২১ মিঃ

যুক্তরাজ্যের নতুন ভাইরাস দেশে না ঢুকলে করোনা সংক্রমণ কমবে

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন করোনাভাইরাস (স্ট্রেন) বাংলাদেশে প্রবেশ না করলে আগামী দিনগুলোতে করোনার প্রকোপ কমবে বলে মনে করছেন সার্স ভাইরাসের কিট উদ্ভাবক ও ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল।


শনিবার (২ জানুয়ারি) বিকেলে  তিনি এ কথা জানান।


আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ অণুজীব বিজ্ঞানী বলেন, বাংলাদেশে যেহেতু হার্ড ইমিউনিটি বেড়ে গেছে, করোনা গ্রো করার জায়গা পাচ্ছে না। তাই আগামী দিনগুলোতে সংক্রমণ কমবে, যদি না যুক্তরাজ্যের ভাইরাস আমাদের দেশে ঢুকে। তবে নতুন করোনাভারাইসটি প্রবেশ করলেও বর্তমান হার্ড ইমিউনিটি কাজ করবে। ১০০ ভাগ না হলেও ৯০ ভাগ তো কাজ করবে।


ড. বিজন আরও বলেন, করোনা সংক্রমণ পশ্চিমে বেড়েছে। তবে আমাদের কমে গেছে। এর মূল কারণ, আমাদের হার্ড ইমিউনিটি বেড়েছে। আরেকটা কারণ হতে পারে, শীতকালে মানুষ ঘর থেকে কম বের হয়। এ ছাড়া শীতে মানুষ নাক ঢেকে রাখে, সেটা মাস্ক হোক কিংবা মাফলার হোক।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :