2024-03-28 06:46:32 pm

চট্টগ্রাম-৮ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

www.focusbd24.com

চট্টগ্রাম-৮ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

১৫ ডিসেম্বার ২০১৯, ১৮:২০ মিঃ

চট্টগ্রাম-৮ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করেন। যাদের মনোনয়ন বাতিল করা হলো তারা হলেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী।

জানা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু একজনের ব্যাংক ঋণের গ্যারেন্টার ছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র যেদিন জমা দিয়েছেন সেদিন ঋণ পরিশোধ করেছেন। এছাড়া গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী যথাযথ ভাবে মনোনয়ন ফরম পূরণ করেনি। তাই তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ, বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানসহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ২২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। এ আসনে ১৮৯টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯৮৮।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :