2024-05-02 03:49:31 am

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২.৬৮%

www.focusbd24.com

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২.৬৮%

১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৩৬ মিঃ

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২.৬৮%

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।


গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ।


গতকাল সোমবারের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা ও হার আজ কমেছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। আর করোনার সংক্রমণ শনাক্ত হয় ৪৪৬ জনের। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ১০ জন, নারী ৩ জন। তাঁদের মধ্যে ১৩ জনই মারা গেছেন হাসপাতালে। এ সময় বাড়িতে কারও মৃত্যু হয়নি।


বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :