2024-03-29 04:25:07 pm

জেমির প্রিয় বাংলা শব্দ ও বাংলা খাবার

www.focusbd24.com

জেমির প্রিয় বাংলা শব্দ ও বাংলা খাবার

২১ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৩৫ মিঃ

জেমির প্রিয় বাংলা শব্দ ও বাংলা খাবার

২০১৮ সালের মে মাস থেকে বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জেমি ডে। এই কয় বছরে একটু-আধটু বাংলাও শিখেছেন এই ইংরেজ। তবে সেটা খুবই কম।


রোববার বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনলাইন বেটিংয়ের অভিযোগ নিয়ে কথা বলার সময় উঠে আসলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি প্রসঙ্গ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানেন তো? প্রশ্নটি করতেই জেমির উত্তর ‘হ্যাঁ, জানি।’


তো বাংলা ভাষা শিখেছেন এই কয় বছরে? জেমি বললেন ‘খুব কম। কয়েকটি শব্দ।’ কি সেই শব্দগুলো? জানতে চাইলে বাংলাদেশ কোচ বললেন, ‘শাবাস, ভালো, পানি, ধন্যবাদ।’


যখন অনুশীলন করান তখন কী এই বাংলা শব্দগুলো ব্যবহার করেন? ‘শুধু অনুশীলনের সময়ই নয়, আমি প্রায় সবসময় এই বাংলা শব্দ কয়টি ব্যবহার করি। কারণ, শব্দগুলো বলতে ভালো লাগে’-উত্তর জেমি ডে'র।


কেবল বাংলা শব্দই নয়, কয়েকটি বাংলা খাবারও প্রিয় হয়ে গেছে জেমি ডে'র। তার সবচেয়ে প্রিয় বাংলাদেশের গরুর কাচ্চি বিরিয়ানি। জেমি বলেন, ‘আমি বিফ কাচ্চি খুব পছন্দ করি। এছাড়া অন্য বিরিয়ানিও খাই। ভালো লাগে নান-রুটিও।’


২০১৮ সালের মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেমি ডে’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। জেমির কোচিংয়ে বাংলাদেশ ওই বছর এশিয়ান গেমস ফুটবলে দারুণ সাফল্য দেখায়। কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয়পর্বে উঠেছিল বাংলাদেশ।


২০১৯ সালের অক্টোবরে ভারতের কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জেমির কোচিংয়েই দারুণ খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে জিততে ম্যাচটি ড্র করে লাল-সবুজ জার্সিধারীরা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :