2024-04-18 02:14:46 pm

হুমকি তোয়াক্কা না করে রাশিয়ানদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

www.focusbd24.com

হুমকি তোয়াক্কা না করে রাশিয়ানদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

০৩ মার্চ ২০২১, ০৯:০৪ মিঃ

হুমকি তোয়াক্কা না করে রাশিয়ানদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি।

পুতিনবিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির ওপর বিষ প্রয়োগ করায় রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এবং আরো ছয় কর্মকর্তা এই নিষেধজ্ঞার আওতায় রয়েছেন।


এর আগে রাশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নাভালনিকে নিয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে সেটাকে ভাল চোখে দেখবে না তারা। শুধু তাই নয় রাশিয়ার পক্ষ থেকে আরো বলা হয়েছিল যে , এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কোনও রকম নিষেধাঙ্গা জারি করতে গেলে তার পাল্টা ব্যবস্থা নেবে মস্কো ।


গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে গত বছর নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনায় মস্কো সরকার জড়িত ছিলো। যদিও রাশিয়া শুরু থেকেই দাবি করে আসছে, তারা বিরোধী দলনেতা নাভালনিকে কোনও রকম বিষ প্রয়োগ করা হয়নি।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :